Monday, April 22, 2019

Install Laravel framework in Windows

প্রথমে XAMPP sever & কম্পোজার (Composer) ডাউনলোড করে  ইন্সটল করুন । এই লিংক থেকে composer download করুন  https://getcomposer.org/Composer-Setup.exe



ইন্সটলের সময় proxy server url দিতে বলতে পারে এক জায়গায়। সেটা ইগনোর করে নেক্সট নেক্সট ক্লিক করে ইন্সটল করে নিন ।

চারপরে cmd open করুন ।
নিচের কমান্ড গুলা দিন

1. composer
2. cd C:\xampp\htdocs
3. composer create-project laravel/laravel Shojib --prefer-dist 

এই কমানে Shojib এর জায়গায় আপনি যেকোন কিছু দিতে পারেন । যে নাম দিবেন সে নামেই htdocs ফোল্ডারে একটা ফোল্ডার ওপেন হবে

4. এরপরে cd Shojib এই কমান্ডটি দিন । Shojib এর যায়গায় আপনি যে নাম দিয়েছিলেন সে নাম দিন ।

5. php artisan serve



6. এরপরে http://127.0.0.1:8000 এটি কপি করে ব্রাউজারে ওপেন করুন । Laravel এর হোমপেইজ ওপেন হয়ে যাবে

No comments:

Post a Comment