Tuesday, November 23, 2021

জার্মানী যেতে কি কি ডকুমেন্টস লাগে।

 আমরা সবাই জার্মানী যেতে চাই, কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে যে জার্মানী যেতে কি কি ডকুমেন্টস লাগে। যেসব ডকুমেন্টস বা কাগজপত্র লাগে তার একটা লিস্ট নিচে দিলাম। যাদের প্রয়োজন দেখে নিবেন।

ধন্যবাদ।
**1. *SSC Certificate + Transcript***
**2. *HSC Certificate + Transcript***
**3. *Honors Certificate + Transcript***
**4. *Honors Course Outline*** (আপনি কি কি কোর্স কমপ্লিট করেছেন, তার ক্রেডিটসহ লিস্ট)
**5. *Internship/Work Experience*** (থাকলে ভালো, না থাকলে কোন সমস্যা নেই কারণ এটা খুব কম ভার্সিটিতেই চায়)
**6. *Letter of Motivation (LOM) / Statement of Purpose (SOP)*** ( সম্পূর্ণ নিজে লিখবেন, কারোরটা থেকে সাহায্য নিতে পারেন, কিন্তু কোন কপি নাহ, তাহলে আর জার্মানী আসা হবেনা, তাতে কি কি থাকবে তার একটা ফরমাট এর লিঙ্ক নিচে দিলাম)

***LOM Req:
https://drive.google.com/file/d/1WACBLF3T7htxxlvW3fxxVLsNSoxudhjj/view

**7.* Curriculum Vitae (CV with Tabular Format)*** (CV এর ও একটা ফরমাট এর লিঙ্ক নিচে দিয়ে দিলাম) https://drive.google.com/file/d/1i5fqJ1pOshd2bwMRIdP6Utc6E5Gylfja/view
**8.* Extra Curricular Certificates (if any)*** (যদি থাকে, না থাকলে আরো ভালো, ঝামেলা কম)
**9.* IELTS Certificate*** (সাইন্স বা ইঞ্জিনিয়ারিং এর জন্য সর্বনিম্ন ৫.৫ হইলেও হয় কোন কোন ভার্সিটিতে, কিন্তু ৬.৫ থাকাটা সেফ জোন, ৫.৫ দিয়ে অনেক অফার লেটার পাইতে দেখছি এবং ভিসাও, কিন্তু সব সময় ভাগ্য আপনার পক্ষে নাও থাকতে পারে। MBA এর জন্য ৬.৫+ অবশ্যই।)
**10.* MOI (Medium of Instruction)*** (মিডিয়াম অফ ইন্সট্রাকশন অর্থাৎ আপনার অনার্স এর লেখাপড়ার মাধ্যম যে ইংলিশ ছিল তার সার্টিফিকেট। তবে আপনাকে ভিসা ইন্টারভিউ এর জন্য IELTS দিতেই হবে এবং B2 লেভেল পাইতে হবে (৫.৫-৬.৫)। ভার্সিটি MOI এলাও করলেও, এম্ব্যাসি করবেনা।)
**11.* German Language Certificate (if any)*** ( পার্ট টাইম জব, চলতে ফিরতে, কেনা-কাটা, সরকারি অফিসে সব জায়গায় জার্মান লাগবে। পারলে দেশ থেকে শিখে আসবেন, কারণ এখানে আসার পর লেখাপড়া আর রান্নার চাপে সময় পাবেন না। আর হ্যা ভার্সিটি থেকে আপনাকে C2 লেভেল পর্যন্ত ফ্রি শিখাবে, চিন্তার কোন কারণ নেই, এখানে এসে ভাষা শিখতে অনেক টাকা লাগবে, এই ধারণা থেকে বের হয়ে আসেন।)
***বিঃ দ্রঃ বিভিন্ন ভার্সিটির রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম, DAAD ( [www.daad.de/en/](http://www.daad.de/en/) ) থেকে পছন্দের সাবজেক্ট এবং ভার্সিটির লিঙ্ক খুজে ওখানে গিয়ে বিস্তারিত দেখবেন।***
©Adiluzzaman Adil

No comments:

Post a Comment