Tuesday, November 16, 2021

System Design

 System Design এর যে কোর্সটা নিচ্ছি সেটাতে একেকটা লেভেল একেক জিনিস পড়ানো হবে। তো সেই জিনিসগুলা পড়ানোর জন্য আমাকে কোথা থেকে কি কি পড়তে হয়েছে সেটার একটা লিস্ট দিয়ে দিতে পারি। অনেকের হয়ত কাজে লাগবে।

1) Design Data Intensive Application: এই বইটা আসলে বাইবেল বলা যায় । এর প্রতিটা চ্যাপ্টারে যে পরিমাণ রেফারেন্স আছে যেগুলো পড়তে পারলে আসলে অনেক কিছু শেখা যায়।
2) High performance browser networking: অনেক কিছুর কন্সেপ্ট ক্লিয়ার করার জন্য বইটা অসাধারণ।
3) Google SRE Book
4) Grokking the system interview এইটা সবাইকে পড়তে হয় যারা বাইরে ইন্টারভিউ দেয়।
5) Grokking Computer Networking for Software Engineers
6) Grokking the Advanced System Design Interview এইখানের টপিকগুলা যাস্ট টাচ করে গেছে। ভিতরের কন্টেন্ট বুজতে আরো অনেক কিছু পড়া লাগে।
7) Dropbox Engineering Blog এদের ব্লগ অসাধারণ ।
8 ) http://highscalability.com এই ওয়েব সাইটা জেম পুরা।
9) Tech Dummies এর ইউটিউব চ্যানেল
আরো কিছু পেপার আছে সেগুলা এখানে লিখতে ইচ্ছা করতেছে না। তবে মোটামুটি এগুলা নিজে নিজে পড়লে ভালো কাজ লাগবে।

No comments:

Post a Comment