Saturday, December 19, 2020

১০০% ফ্রি অনলাইন কোর্স এর লিস্ট।

 ১০০% ফ্রি অনলাইন কোর্স এর লিস্ট। 



কম্পিউটার সায়েন্সের ডিগ্রি ১০০% ফ্রি: 


১. আমার সবচেয়ে পছন্দের ফ্রি কোর্স এর লিস্ট হচ্ছে Open Source Society University (OSSU) এখানে পুরা কম্পিউটার সায়েন্স আন্ডারগ্রেডের ডিগ্রি পাওয়ার জন্য কোন ধাপে কোন জিনিস শিখতে হবে। এবং সেটা কোন জায়গা থেকে শিখতে হবে সেটার লিংক দেয়া আছে। যে কোর্স গুলোর লিংক দেয়া আছে সেগুলা বেশিরভাগ ক্ষেত্রে MIT, Harvard এর টিচারদের কোর্স। সো, কারো হাতে যদি ২-৩ বছর সময় থাকে এবং ওয়ার্ল্ডক্লাস প্রোগ্রামার হতে চায় তার জন্য আমি বলবো ধরে ধরে এই লিস্টের ফ্রি সব কোর্স করে ফেলো। তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না। লিংক: https://github.com/ossu/computer-science 



২. মেশিন লার্নিং শিখো গুগল ইঞ্জিনিয়ারদের কাছ থেকে ১০০% ফ্রি লার্ন ডিজিটাল উইথ গুগল ওয়েবসাইট এ গেলে তুমি প্রচুর ফ্রি কোর্স পাবে। যার বেশিরভাগ কোর্সই গুগল এর ইঞ্জিনিয়াররা এবং আরো কিছু ইউনিভার্সিটি, coursera মিলে অনেকগুলা বাঘা বাঘা কোর্স অফার করছে। ১০০% ফ্রি। শুধু তাই না। বেশিরভাগ কোর্সেই সার্টিফিকেট দিচ্ছে। লিংক: https://developers.google.com/machine-learning/crash-course 

স্ট্যানফোর্ড এর মেশিন লার্নিং কোর্স। জাস্ট সার্টিফিকেট না নিলেই ১০০% ফ্রি এবং শেখাচ্ছে সবচেয়ে পপুলার মিশন সায়েন্টিস্ট https://www.coursera.org/learn/machine-learning 



৩. ডিজিটাল মার্কেটিং শিখো ফ্রি ফ্রি গুগলের কাছে থেকে ডিজিটাল মার্কেটিং শিখো https://learndigital.withgoogle.com/digitalgarage/course/digital-marketing

ফেইসবুক এর কাছ থেকে শিখ ডিজিটাল মার্কেটিং: https://www.facebook.com/business/learn/directory 

ইমেইল মার্কেটিং এর জন্য হাবস্পট এর ফ্রি কোর্স: https://academy.hubspot.com/courses/email-marketing 

কনটেন্ট মার্কেটিং শিখো coursera থেকে: https://www.coursera.org/learn/content-marketing SEO 


শিখো UC Davis থেকে: https://www.coursera.org/specializations/seo 


৪. ওয়েব ডেভেলপমেন্ট ১০০% ফ্রি: কারো হাতে যদি ছয় মাস থেকে এক বছর সময় থাকে এবং ওয়েব ডেভেলপার হতে চায়। তাহলে আমি বলবো ফ্রি কোড ক্যাম্প এ গিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখো। ওয়াল্ডক্লাস ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা লাগবে স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো শেখাবে। কোথাও আটকে গেলে ফোরামে গিয়ে প্রশ্ন করতে পারবে। এবং পুরা কোর্স এর জন্য তোমাকে কোন ফি দেয়া লাগবে না।

 https://www.freecodecamp.org/ 


৫. ডাটা সায়েন্স এ মাস্টার্স ১০০% ফ্রি: ডাটা সায়েন্স মাস্টার্স করতে চাও। ফ্রি ফ্রি। তাহলে এই কারিকুলাম দেখে ফেলো। https://github.com/datasciencemasters/go 

এছাড়াও OSSU এর এই রকম ডাটা সায়েন্সের কারিকুলাম এবং ফ্রি কোর্সের লিংক সিরিয়াল অনুসারে দেয়া আছে। https://github.com/ossu/data-science 


৬. স্টার্টআপ শিখো: স্টার্টআপ এ যারা ফান্ডিং করে তাদের মধ্যে সবচেয়ে নামকরা হচ্ছে Y Combinator তারা ফ্রি একটা কোর্স করায় যেটার নাম Startup School। 

আমি নিজেও এই কোর্স করছিলাম। 

https://www.startupschool.org/ 

এছাড়াও আরো কোর্স করতে চাইলে কোর্সের অভাব নাই। যেমন, কিভাবে স্টার্টআপ শুরু করবে: https://www.udacity.com/course/how-to-build-a-startup--ep245 

উদ্যেক্তা হিসেবে কিভাবে চিন্তা করবে: https://www.coursera.org/learn/entrepreneurial-thinking 

বিজনেস শুরু করার সময় কিভাবে চিন্তা করবে: https://www.futurelearn.com/courses/starting-a-business-1 


৭. কম্পিউটার সায়েন্স রিলেটেড আরো কিছু কোর্স যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য একদম প্রথম দিকেই রাখবো হার্ভার্ড এর টিচারদের এই কোর্স https://www.edx.org/course/cs50s-introduction-to-computer-science


পাইথন শেখার জন্য ডাটা ক্যাম্প: https://campus.datacamp.com/courses/intro-to-python-for-data-science


কম্পিটিটিভ প্রোগ্রামিং https://www.coursera.org/learn/computational-thinking-problem-solving


পাইথন কোর্স https://www.coursera.org/learn/python 

৮. গ্রাফিক ডিজাইন যারা গ্রাফিক ডিজাইন করে তারা অনেকেই canva এর নাম শুনে থাকবে। সেই canva এর একটা ফ্রি কোর্স আছে। 

গ্রাফিক ডিজাইন বেসিক https://designschool.canva.com/courses/graphic-design-basics এইটা দিয়ে শুরু করে দাও। গ্রাফিক ডিজাইন এ স্পেশালাইজেশন করার জন্য তোমাকে গ্রাফিক ডিজাইন শিখতে হবে। টাইপোগ্রাফি জানতে হবে। নতুন একটা ব্র্যান্ড কিভাবে তৈরি করতে হয় সেগুলা জানতে হবে। এর পাশাপাশি কিছু ডিজাইন প্রিন্সিপাল জানতে হবে। (আমি ডিজাইনা না। এইসব গুগল করে জেনেছি) https://www.coursera.org/specializations/graphic-design ডিজাইন প্রিন্সিপাল শিখো: https://alison.com/course/design-applying-design-principles 


৯. ফ্রী শেখার সবচেয়ে বস জায়গা তোলপাকা খামার থেকে শুরু করে মঙ্গল গ্রহে আলু চাষ--  সবকিছুই শিখতে পারা যায় ইউটিউবে। জাস্ট একটা সার্চ দিলেই হলো। এছাড়াও স্কুল কলেজ, ভার্সিটি, চাকরি জীবন, ফ্রিলানচিং, প্রোগ্রামিং, ম্যাথ, এমনকি প্রেমিকা জোগাড় করার টিউটোরিয়ালসহ সবই আছে ইউটিউবে। তাই ইউটিউব এর কথা না বললেই না। 


১০. বেস্ট অনলাইন কোর্স এই খানে একটা লিনিস্ট আছে। যেখানে প্রতিবছর সবচেয়ে ভালো ভালো ফ্রি অনলাইন কোর্স এর লিস্ট দেয়া হয়। https://www.classcentral.com/collection/top-free-online-courses


ফ্রি ভালো ভালো কোর্সের অভাব নাই। সো, তোমার কাছে সবচেয়ে ভালো ফ্রি অনলাইন কোর্স কোনটা বা কোনগুলা সেটা নিচে কমেন্ট করে জানাও।

No comments:

Post a Comment