Monday, January 1, 2024

Algorithm Use in Databases

 ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা কাজ করছে তাদের প্রায়ই NoSQL ডেটাবেজ যেমন হাইভ, বিগটেবল, রকস-ডিবি এসব নিয়ে কাজ করতে হয়। এসব ডেটাবেজ বেশিভাগই LSM Tree ব্যবহার করে তৈরি। LSM Tree সম্পর্কে জানা থাকলে ডেটাবেজের পারফরমেন্স অপটিমাইজ করা অথবা কোন ডেটাবেজ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

MySQL, PostGreSQL এসব ডেটাবেসে বি+ ট্রি (B+ Tree) ব্যবহার করে ডেটা সংরক্ষণ করা হয়

NoSQL ডেটাবেজ যেমন হাইভ, বিগটেবল, রকস-ডিবি এসব ডেটাবেজ বেশিভাগই LSM Tree ব্যবহার করে তৈরি



LSM Tree ট্রি মূলত গুরুত্ব দেয় Write অপারেশনের উপর, আর বি+ ট্রি বেসড ডেটাবেজ বেশী ভালো কাজ করে যখন রিড অপারেশন বেশি থাকে। 


কোন ধরণের ডেটাবেজ তুমি ব্যবহার করতে সেটা তোমার সিস্টেমের রিকোয়ারমেন্টসের উপর নির্ভর করে। তুমি যদি এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য অ্যাপ বানাতে চাও তাহলে অবশ্যই ডাটা রিড করার দিকে বেশি গুরুত্ব দিবে, কিন্তু তুমি যদি ডেটাবেসে একটা ই-কমার্স সাইটে ইউজার কোথায় কখন ক্লিক করছে সেটা সেভ করতে চাও পরবর্তিতে অ্যানালাইসিস করার জন্য তাহলে Write এর উপর গুরুত্ব দিতে হবে।

Read more ...

Thursday, April 20, 2023

জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ফ্রি তে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন তার লিস্ট

 জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ফ্রি তে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন তার লিস্ট নিম্নে দেয়া হলোঃ

1. Ludwig Maximilian University of Munich
2. Technical University of Munich
3. Humboldt University of Berlin
4. RWTH Aachen University
5. University of Bonn
6. Free University of Berlin
7. Georg August University of Göttingen
Read more ...

Sunday, October 16, 2022

𝗧𝗲𝗰𝗵 𝗜𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄 𝗚𝘂𝗶𝗱𝗲𝘀 (𝟮𝟬𝟮𝟮) | 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲, 𝗠𝗲𝘁𝗮, 𝗠𝗶𝗰𝗿𝗼𝘀𝗼𝗳𝘁, 𝗔𝗺𝗮𝘇𝗼𝗻, 𝗢𝗿𝗮𝗰𝗹𝗲

 𝗧𝗲𝗰𝗵 𝗜𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄 𝗚𝘂𝗶𝗱𝗲𝘀 (𝟮𝟬𝟮𝟮) | 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲, 𝗠𝗲𝘁𝗮, 𝗠𝗶𝗰𝗿𝗼𝘀𝗼𝗳𝘁, 𝗔𝗺𝗮𝘇𝗼𝗻, 𝗢𝗿𝗮𝗰𝗹𝗲


➡ #amazon Interview Guide (2022) – https://lnkd.in/gh7_jUqB


➡ #google Interview Guide (2022) – https://lnkd.in/gQxYW4Xd


➡ #meta Interview Guide (2022) – https://lnkd.in/gbdvF8AP


➡ #microsoft Interview Guide (2022) – https://lnkd.in/ge9dHUDm


➡ #oracle Interview Guide (2022) - https://lnkd.in/g9fWS7Bf
Read more ...

Thursday, May 5, 2022

Software Engineering Free COURSE Plan

 ১২টা দারুণ কিছু সামার প্লান তাদের জন্য যারা সামার প্রোডাক্টিভ ভাবে কাটাতে চাও। (EDITION 1)

এগুলোর যেকোনো একটা Pursue করলে পরবর্তী সামারে Internships or Admissions এর দৌড়ে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।
1. The Odin Project: ওয়েব ডেভেলপমেন্ট/সফটওয়্যার ডেভেলপমেন্ট এর জন্য সর্বাধিক রিকমেন্ডেড যদি কোনো রিসোর্স থাকে সেটা হচ্ছে The Odin Project. সম্পূর্ণ ফ্রি এই কারিকুলাম কেউ কম্পলিট করতে পারলে, তার দ্রুত টুলস/সফটওয়্যার MVP (Minimum Viable Product) বিল্ড করার ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। পরবর্তী সামারে ইন্টার্নিশিপ পাওয়ার জন্য প্রজেক্ট পোর্টফলিও এবং স্কিলস দুইটাই তৈরি হয়ে যায়। দৈনিক ৫ঘন্টা/দিন সময় দিলে ৫-৬ মাসে কম্পলিট করা সম্ভব। এবং এই ডেডিকেশন টা সম্পূর্ণ worth it.
2. MLH Fellowship: এই ফেলোশিপ টা অনেকটা ইন্টার্নশিপ এর মতো। বছরে প্রায় তিনবার (সামার, স্প্রিং, ফল) এর অ্যাপ্লিকেশন ওপেন হয়। এখানে ফেলোশিপ পেয়ে গেলে পরবর্তী তে টপ কোম্পানি গুলোতে ইন্টার্নিশিপ পাওয়া এবং ইন্টার্ভিউ তে ডাক পাওয়া অনেক ইজি হয়ে যায়, এতটাই কার্যকর এটা। GitHub ইঞ্জিনিয়ারস দের দ্বারা পরিচালিত হয় মূলত। এছাড়া বিভিন্ন সময়ে বিগটেক যেমন Meta, Google, etc. দের সাথে পার্টনারশীপ করে এরা ফেলোশিপ অ্যাপ্লিকেশন চালু করে। এখন এরা অ্যাপলিকেশন গ্রহণ করছে সামার এর জন্য।
বিস্তারিতঃ https://fellowship.mlh.io/
3. Missing Semester at MIT: এই কোর্সটি অন্য পাচটা Computer Science কোর্স এর মতো না। যেখানে রেগুলার কোর্স গুলো Machine Learning, AI, Operating System এর মতো টাফ টপিক পড়ায়, এই কোর্সটার ফোকাস কম্পিউটার প্রোগ্রামিং এ ব্যবহৃত সব থেকে জনপ্রিয় টুলস আর সফটওয়্যার নিয়ে। সম্পূর্ণ ফ্রি এই কোর্সটি একজন CS স্টুডেন্ট কে অনেকটা প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। Example টপিকসঃ Data Wrangling, Editors(Vim), Metaprogramming, Potpourri, ইত্যাদি। আমার দেখা কম্পিউটার সাইন্সের অন্যতম সেরা একটা কোর্স।
Link to the course: https://missing.csail.mit.edu/
হ্যাকাথন কে না ভালোবাসে? যারা Hackathon এর সাথে পরিচিত না, হ্যাকাথন হলো একটা সময় বেধে দেওয়া টাইমলাইনের মধ্যে প্রজেক্টবেসড কম্পিটিশন যেখানে টিম তৈরি করে প্রব্লেম সলভ করতে হয়। যাদের ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স নেই, হ্যাকাথন এক্সপেরিয়েন্স ইন্টার্নিশিপ পেতে অনেক হেল্প করে। এছাড়া হ্যাকাথন এ টিম প্রজেক্ট করে যতটুকু শেখা যায়, কয়েক মাসের CS কোর্স ও অনেক সময় ততটুকু শেখানে ব্যর্থ হয়। Leadership, Communication, Team work, Presentation, ইত্যাদির মতো ভ্যালুএবল স্কিল ডেভেলোপ করা যায়। Devpost হলো হ্যাকাথনের স্বর্গ। প্রায় প্রতি সপ্তাহেই বিশ্বের কোথাও না কোথাও হ্যাকাথন আয়োজিত হয় এই Devpost এ আর যে কেউই অংশ নিতে পারে।
5. Start Learning a language: এই গ্লোবালাইজেশন এর সময়ে একটা নতুন ভাষা শেখার গুরুত্ব সীমাহীন। জব অপর্চুনিটি, ক্যারিয়ার এডভান্টেজ, কগনিটিভ ডেভেলপমেন্ট সহ প্রচুর বেনিফিটস আছে নতুন একটা ভাষা শেখার। আর এর জন্য সব থেকে জনপ্রিয় টুল হলো Duolingo। এই অ্যাপে যেকোনো ভাষা শেখা যায়, ফ্রি তে, যেকোনো সময়ে। বর্তমানের কনটেক্সট এ মান্দারিন (chinese), স্প্যানিশ, রাশিয়ান ভাষা শেখা খুবই চমৎকার স্ট্রাটেজি হবে।
6. Build your own X: এই X কে জনপ্রিয় কোনো সফটওয়্যার টুল বা গেম এর নাম দিয়ে রিপ্লেস করুন। কখনো কি মনে হয়েছে "ইশ আমি যদি নিজের একটা Search Engine/Operating System/Git/Programming Language বানাতে পারতাম?"। সারপ্রাইজিংলি, ইন্টারনেটের অবাক যগতে এর প্রত্যেকটার ই স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আছে। শুধু এক সার্চ এর অভাবে সেগুলো অচেনা থেকে যায়। এই GitHib Repository তে এরকম অসংখ্য প্রজেক্ট এর কোড/টিউটোরিয়াল পাওয়া যাবে।
7. Startup School: আমার দেখে থাকা মাইন্ড ওলট পালট করে দেয়া যদি কোনো কোর্স থাকে তার মধ্যে এটি হবে একটি। কখনো কোনো স্টার্টাপ শুরু করার চিন্তা থাকলে বা জীবনে কোনো উদ্যোগ নেওয়ার ইচ্ছা থাকে, এই কোর্স এর মতো প্রভাবিত করতে পারে এরকম খুব কম ই পাওয়া যাবে। Stanford University তে শুরুতে পড়ানো এই কোর্সটিতে ১২ টা লেকচার এর প্রত্যেক লেকচারার ই কোনোনা কোনো বিলিয়ন ডলার কোম্পানি (ইউনিকর্ণ) এর সাথে জড়িত ছিল। প্রত্যেকটা লেকচার ই এমন মানুষ দের পরিচয় করাবে যাদের পরবর্তী লাইফে আইডল হিসেবে বিবেচনা করার মতো। কোর্সটি নেওয়ার সাথে সাথে কোর্সের রিডিং ম্যাটারিয়াল গুলো পড়তে ভুলোনা।
8. Learn and do things with Notion: বর্তমানে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে একটা সফটওয়্যার ইউজ করা শিখবো আমি, কোনটা হবে সেটা, আমি চোখ বন্ধ করে রিকমেন্ড করবো Notion। Notion হলো একটি Note taking tool যেটা কম্পিউটার, ওয়েব, এবং মোবাইলেও ব্যাবহার করা যায়। Resources & Knowledge ম্যানেজমেন্ট এ Notion গেম চেঞ্জিং একটা টুল। একাডেমিক পড়াশোনা ম্যানেজমেন্ট, ওয়েবসাইট তৈরি, বিজনেস ম্যানেজমেন্ট, পারসোনাল Note taking, লেখালেখি, কিনা করা যায় না Notion দিয়ে। আমার পার্সোনাল ওয়েবসাইট (talhachy.com
) এবং School Success এর ওয়েবসাইট (schoolsuccess.blog) দুইটাই সম্পূর্ণ Notion দিয়ে বানানো। কোনো কোড লেখা ছাড়াই (No code) হাজার রকম কাজ করা যায় এটা দিয়ে। নিচে কিছু এক্সাম্পল দেয়া হলোঃ
9. Get Educated, Read Books: সামার অসম্ভব রকম একটা সুন্দর সময় বই পড়ে কাটানোর জন্য। তবে র্যান্ডম ক্যাটাগরির বই না পড়ে, আমার রিকমেন্ডেশন থাকবে যেকোনো একটা টপিক ধরে সেটার উপর বেশ কয়েকটা রিসোর্স ঘাটাঘাটি করা হোক। এতে ডোমেইন নলেজ বাড়ে এবং ওই পার্টিকুলার ফিল্ডের নলেজ পরবর্তীয়ে অন্য ফিল্ড (e.g., computer science) এর সাথে মিলিয়ে উদ্ভাবনী কিছু তৈরী করা যায়।
আমার কিছু ফ্যাভরিট লিস্টঃ
বই বাদেও আর্টিকেল আর ভিডিও অন্যতম জনপ্রিয় লার্নিং মাধ্যম এবং এই ক্যাটাগরির অনেক রিসোর্স থাকায় http://schoolsuccess.blog/
recommend করবো যেখানে রেগুলার নতুন নতুন রিসোর্স পাবলিশড হয়।
10. Start a Blog: লেখালেখি এমন একটা মাধ্যম যেটা জেনারেশন থেকে জেনারেশনে বিলিয়ে দেওয়া যায়। নিজের কোনো বিষয়ে এক্সপার্টিজ থাকলে সেটা নিয়ে রেগুলার একটু লেখালেখি করলে নিজেরও আইডিয়া ক্লিয়ার হয় আর শেখা সব কিছু সংরক্ষণ করাও হয়ে যায়। নিজের ব্লগ/ওয়েবসাইট শুরু করা কঠিন কোনো কাজ না। উপরে মেনশন করা Notion ছাড়াও, আরো কিছু পপুলার Blog লেখার tool/website হলোঃ
11. Take Any of these Courses: অনলাইন কোর্সের ছড়াছড়ি সব যায়গায়, কিন্তু গোছানো, ভালো কন্টেন্ট আর সাবলীল ভাবে বোঝানো কোর্সের সংখ্যা কম। এছাড়া নতুন সব কোর্সের মান ও তত টা ভালো না। তাহলে উপায় কী ভালো কোর্স খুজে বের করার? একতা উপায় হলো যারা কোর্সগুলো করেছে তাদেরকে জিজ্ঞাসা করা। আর এরকম একটা প্লাটফর্ম, Hackernews এর ইউজার রা যেসব কোর্স কে ভোট দিয়েছে সর্বাধিক, তাদের লিস্ট পাওয়া যাবে এখানে। এসব কোর্স গুলোর মান খুব উন্নত মানের এবং প্রত্যেকটাই রিকমন্ডেডেড।
12. Get Yourself Resourceful: অনলাইনে রিসোর্সের ছড়াছড়ির অভাব নেই, কিন্তু গোছানে আর সারসংক্ষেপ এ উপস্থাপন করা রিসোর্স কম। এছাড়া নতুন ইউনিভার্সিটি স্টুডেন্ট দের জন্য গাইডেড রিসোর্স আর অপর্চুনিটির অনেক অভাব বাংলাদেশ এবং বাইরেও। সেই লক্ষ্যে School Success with Talha কাজ করে যাচ্ছে সব লেভেলের স্টুডেন্ট দের জন্য একটা 1 স্টপ ক্যারিয়ার এবং অপর্চুনিটি ডেস্টিনেশন হওয়ার জন্য। প্রতি নিয়ত নতুন ইন্টার্নিশিপ, সামার প্রোগ্রাম, ক্যারিয়ার রিসোর্সসহ অনেক আর্টিকেল আর রিসোর্স পোস্ট করে যাচ্ছে ওয়েবসাইট টি। Save the link and revisit the website daily. There’s enough content to make you more resourceful already. Check these two out:
PS: Everything in this post is FREE of Cost
Read more ...

Saturday, February 26, 2022

Microservice আসলে কি?

Microservice হল, একটি সিস্টেমের কম্পোনেন্টগুলোকে ছোট ছোট সতন্ত্র মডিউলে রান করা।। এখানে প্রতিটি সিস্টেম একটি সিঙ্গেল ইউনিট হিসেবে ডেভেলপ এবং ডেপ্লয় করা হয় । একটি ইউনিট বা সার্ভিস আরেকটি সার্ভিসের সাথে তাদের নিজস্ব API এর মাধ্যমে যোগাযোগ করবে। Microservice এর মাধ্যমে, ডেভেলপাররা একটি বড় App কে ভেঙ্গে অনেকগুলো ছোট ছোট App তৈরী করে, যেমন: ম্যাপ ভিউ , লোকেশন নির্নয় ইত্যাদির জন্য লোকেশন সার্ভিস, ফাইল আপলোড, রিসাইজ, সেভ, ডাউনলোড হ্যান্ডেলিং এর জন্য আরেকটি সার্ভিস কিংবা Facebook বা Twitter এ কিছু শেয়ার করার জন্য একটি ভিন্ন সার্ভিস তৈরী করা হয়। এবং এই সার্ভিসগুলো API এর মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে। Microservices এর বিভিন্ন ধরনের Criteria রয়েছে। যেমনঃ Codebase: এতে codebase আলাদা আলাদা থাকে।এর ফলে code maintain করা সহজ হয়। প্রত্যাকটি ছোট team একটি মাত্র Microservice এর কাজ করে এবং সেটি Documented করে রাখতে পারে। User Interface: User Interface একটি single application এর মতো এবং তার উপর ভিত্তি করে UI develop করতে হবে।এটার দুটি টেকনিক আছে।যেমনঃহয় Server side এ Microservice developer পেইজ বানায়ে ফ্রন্টে পাঠাবে অথবা ফ্রন্টে UI টিম থাকবে যারা সব ডেটা এক সাথে বানাবে।এতে Microservice এ UI নিয়ে চিন্তা না করলেও হবে। Data Storage: Microservice এ ডেটা স্টোরেজ গুলো আলাদা আলাদা থাকে, এতে আমরা বিভিন্ন requirement এ বিভিন্ন ধরনের database ব্যবহার করতে পারি।এর মাধ্যমে বিভিন্ন ধরনের database এর বিভিন্ন স্ট্র ফিচার গুলো আমরা ব্যবহার করতে পারি।যেমনঃ User এর জন্য LDAP ব্যবহার করতে পারি আর Order এর জন্য NoSQL আবার Product এর জন্য SQL database ব্যবহার করতে পারি। Data Synchronization:Data synchronization এ No distribution transaction ব্যবহার করা হয় না।এটা ব্যবহার করলে পুরো database update হয়ে যাবে। এর ফলে data synchronization স্লো হয়ে যাবে। এই জন্য এটা ব্যবহার করা হয় না। এতে data consistency রাখার জন্য Eventual consistency implement করতে হয়।এই data consistency ধরে রাখার জন্য তারা data change capture করে এবং Event sourcing এর মাধ্যমে তা জানিয়ে দেয়। এই কাজ টা করার জন্য বিভিন্ন ধরনের library ব্যবহার করা হয়। যেমনঃAkka, Kafka ইত্যাদি। Microservices গুলো সাধারণত পরস্পরের সাথে কিভাবে Communicate করে? Communicate সাধারণত দুইভাবে করা যায়। যেমনঃ Remote Procedure Invocation (RPC): RPC Request/Reply মেথড এ কাজ করে থাকে।এর বিভিন্ন ধরনের মেথড রয়েছে।যেমনঃ REST, SOAP, gRPC ইত্যাদি। JSON, REST এ একটি STP Request পাঠায় এবং JSON format এ কিছু ডেটা পাঠায়। Messaging: Broker অথবা Channel এর মাধ্যমে Microservice messaging করতে পারে।এখানে serviceএ গুলো subscribe করা থাকে। এর ফলে যদি কোন message কেউ channel এ publish দেয় তাহলে অন্যান্য Microservice সেই গুলো রিসিভ করে এবং প্রয়োজনে রিপ্লাই দেয়। এটা এক ধরনের Loosely Couple কারণ message গুলো কিউ তে থাকে।এতে message গুলোর কোন dependency থাকে না।এতে বিভিন্ন ধরনের library ব্যবহার করা হয়।যেমনঃ RabbitMQ, Kafka| Microservice এ সাধারণত অনেক গুলো ডিভাইসে এই সার্ভিস গুলো থাকে।এর ফলে তাদের maintain করা একটু জটিল হয়ে পড়ে। কারণ, একটি Microservice একটি server এ থাকে আর একটি Microservice অন্য একটি server এ থাকে | এতে তাদের সার্ভিস গুলো একই থাকে কিন্তু তাদের IP address গুলো পরিবর্তন হয়ে যায়। এর ফলে Microservice গুলোর মধ্যে যোগাযোগ করার জন্য এদের কে খুঁজে বের করতে হয়।এই খুঁজে পাওয়ার কাজ করে Discovery server এই server টা একেক সময় একেক IP তে থাকতে পারে, এর ফলে তার জন্য service registry মেইনটেইন করতে হয়। এটা মেইনটেইন করার জন্য কিছু library ব্যবহার করা হয়। যেমনঃ Eureka, Zookeeper ইত্যাদি। একটি সিস্টেম বানানোর সময় যখন সিদ্ধান্ত নেয়া হয় তখন অনেকেই Microservice এর কথা চিন্তা করে না। কারন ছোট সিস্টেমের জন্য Microservice আসলেই কোন সমস্যা সমাধান করে না, কারন তখন এধরনের কোন সমস্যাই থাকে না। কিন্তু যখন সিস্টেমটি অনেক বড় হয়ে যায় এবং horizontal scaling এর প্রয়োজন পড়ে তখন নতুন করে Microservice ডেভেলপ করা অনেক খরচের ব্যাপার হয়ে দাড়ায় ।ভবিষ্যতের challenge আচ করতে পেরে অনেকেই শুরু থেকেই Microservice ডেভেলপ করতে উৎসাহিত করেন। যেমনঃNetflix, eBay এবং Amazon তাদের কয়েকটি মডিউল Microservice এ রূপান্তরিত করে ভবিষ্যতে এটির প্রয়োজন অনুধাবন করতে পারে এবং ধীরে ধীরে পুরো সিস্টেমটাকে Microservice এর একটি ইকোসিস্টেম ডেভেলপ করে| এই ছিল আমাদের Microservice সম্পর্কে basic আলোচনা|বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য Microservice এর প্রয়োজনীয়তা তুলনাহীন
Read more ...

Friday, February 25, 2022

জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে, আপনার ৩০টি প্রশ্নের উত্তর:

১. ভাই আমি জার্মানীতে ব্যাচেলর করতে চাই, কিভাবে যেতে পারি? উত্তর: ব্যাচেলরে করতে হলে আপনাকে HSC এর পরে জার্মানী স্বীকৃত বাংলাদেশের যে কোন প্রাইভেট/পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১ বছর পড়তে হবে, এবং মোট কোর্সের ২৫% শেষ করতে হবে। ২. জার্মানীতে স্বীকৃত বাংলাদেশী বিশ্ববিদ্যালয় কোন গুলো সেটা কিভাবে বুঝবো? উত্তর: anabin university list bangladesh লিখে গুগল করেন। যেসব বিশ্ববিদ্যালয়ের পাশে H++ থাকবে, সেগুলো জার্মান স্বীকৃত বিশ্ববিদ্যালয়। এই লিস্টের ১ টায় পড়লেই হবে। ৩. ভাই, ১ বছর কমপ্লিট করার জন্য নর্থসাউথে পড়বো নাকি ন্যাশনাল ইউনিতে পড়বো? উত্তর: যে বিশ্ববিদ্যালয়ে পড়লে আপনি সিজিপিএ বেশী তুলতে পারবেন, টাকা কম লাগবে সেটায় পড়বেন। তবে সেইফ জোনে থাকতে ভাল বিশ্ববিদ্যালয়েই পড়া উচিত। কারন জীবনের সবকিছুই অনিশ্চিত। দেখা গেলো, কোন কারনে আপনার ব্যাচেলরে/মাস্টার্সে আসা হলো না, তখন দেশের চাকরির বাজারে আপনার যেন সাফারার না হতে হয়, সেদিক চিন্তা করে হলেও কোয়ালিটি আছে এমন বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত। ৪. ভাই, IELTS পয়েন্টে কত লাগবে? উত্তর: IELTS 6 লাগবে। কিছুক্ষেত্রে MOI/5.5 দিয়েও অফারলেটার পাওয়া যায়। তবে সাম্প্রতি এম্বাসি রিকয়ারমেন্ট 6 করেছে। ভিসা পেতে আপনার IELTS 6 থাকাটা বাধ্যতামূলক। ৫. ভাই, Medium of Instruction (MOI) সার্টিফিকেট কি? উত্তর: Medium of Instruction (MOI) মিডিয়ায় ইন্সট্রাকশন সার্টিফিকেট হচ্ছে আপনার বাচেলর/বিএসসি/বিবিএ পড়াশোনার মাধ্যম যে ইংরেজীতে ছিলো সেটার প্রত্যয়ন/প্রমানপত্র /সার্টিফিকেট। আমাদের দেশে শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটির সকল প্রফেশনাল কোর্স+ সব পাবলিক+প্রাইভেট ভার্সিটির ব্যাচেলর ইংরেজীতে। সুতরাং আপনি যদি এর অর্ন্তভুক্ত হন আপনিও তুলতে পারবেন। ৬. MOI কি করে এটা দিয়ে? খায় নাকি মাথায় নেয়? উত্তর: আপনি IELTS এর অল্টারনেটিভ হিসেবে ব্যাবহার করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয় IELTS এর পরিবর্তে MOI সার্টিফিকেট একসেপ্ট করে। সাধারনত MOI সার্টিফিকেট কে IELTS 6.5 এর সমমান ধরা হয়ে। তবে সেটা নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয় MOI একসেপ্ট করবে কি না সেটা তাদের ওয়েব সাইটে উল্লেখ করে থাকে। অনেক যায়গা উল্লেখ না থাকলে ঐ সাবজেক্টের কোর্স কোয়াডিনেটরকে মেইল করলেই সে আপনাকে জানাবে যে তারা IELTS এর পরিবর্তে MOI গ্রহন করে কি না। ৭. ভাই, MOI কিভাবে তুলবো? উত্তর: ভার্সিটির সার্টিফিকেট সেকশনে গিয়ে বলবেন MOI তুলতে চাই, তারা একটা ফর্ম দিবে। সেটা পূরন করে, একাউন্টসে ৩০০/৫০০/- টাকা জমা দিয়ে, সার্টিফিকেট সেকশনে ফর্ম জমা দিলেই সপ্তাহ খানেক পরে সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। ৮. ভাই, MOI দিয়ে কি জার্মানীতে আবেদন করা যায়? উত্তর: হ্যাঁ। জার্মানীতে কিছুকিছু বিশ্ববিদ্যালয়ে কিছুকিছু সাবজেক্টে MOI দিয়ে আবেদন করা যায়। এবং এডমিশন পাওয়া যায়। তবে জার্মান এম্বাসী ফেস করতে IELTS 6.0 থাকাটা বাধ্যতামূলক। IELTS না থাকলে আপনাকে কোনদিনও ভিসা দিবে না। ৯. পারটাইম জব পাওয়া যায়? উত্তর: জি ভাই, পাওয়া যায়। তবে ছোট শহরের তুলনায় বড় শহরে সুযোগ বেশী। আসল কথা হইলো, জার্মানীতে পড়তে আসা সবাই ই পারটাইম জব করে নিজের খরচ নিজে চালায়। ১০. ভাই, জার্মানীতে পারটাইম জব পেতে জার্মান লাঙ্গুইজ লাগে? উত্তর: ছোট শহরে লাগে। বড় শহরে ল্যাঙ্গুয়েজ না জানলেও জব পাওয়া যায়। ১১. ভাই, ডিপ্লোমা করে জার্মানীতে B.Sc করতে যেতে চাই। পারবো? উত্তর: ডিপ্লোমা করা হয় যেহেতু সাবজেক্ট ভিত্তিক, সুতরাং ব্যাচেলরে আপনার সাবজেক্ট এর সাথে মিল আছে এমন ইংরেজি মাধ্যমে সাবজেক্ট খুজে পাওয়া কঠিন। যা পাওয়া যায়, তা আবার Uniassist এর মাধ্যমে আবেদন করতে হয়, Uni-Assist ডিপ্লমা একসেপ্ট করে না। তবে কয়েকটা ভার্সিটির কয়েকটা সাবজেক্ট আছে যারা সরাসরি আবেদন নেয় এবং Diploma একসেপ্ট করে, তবে ব্যপারটা অনেক কঠিন। সে ক্ষেত্রে মাস্টার্সে যাওয়াই ভাল। ১২. ভাই মাস্টার্সে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগব? উত্তর:- ১. HSC Certificate/Diploma Certificate ২. HSC Transcript/ Diploma Transcript(১থেকে ৮ টা সব) ৩. B.Sc Certificate ৪. B.Sc Transcript ৫. IELTS 6.0 Certificate ৬. Passport ৭. Recommendation Letter From Professor (২ টা ২ জন থেকে) ৮. Recommendation Letter From Office Head (১টা) ৯. Works Experience Certificate ১০. Europass CV ১১. Letter of Motivation ১২. Medium of Instructions (MOI) ১৩. Trade Course Certificate (Auto Cad, MS office if any) এই সব ডকুমেন্ট নোটারি করতে হবে। ১৩. নোটারী আবার কি? উত্তর: বাংলা কথা, উকিল দিয়ে সত্যায়িত করাই নোটারি। ১৪. কি কি কাগজ নোটারী করবো? উত্তর:- উল্লেখিত ১১ নম্বর প্রশ্নের উত্তরে উল্লেখিত, ১,২,৩,৪,৫,৬,১২,১৩ নং পেপারস গুলো অবশ্যই অফসেটে পেইজে সাদাকালো প্রিন্ট করে নোটারী করতে হবে। নোটারী প্রতি পেইজ ৮-১০ টাকা করে লাগে। ফার্মগেট, মোহাম্মাদপুর টাউনহল মার্কেট, সহ ঢাকা শহরে অনেক জায়গায় নোটারী করা যায়। দামাদামি করে রেট ঠিক করবেন। আমি মোহাম্মাদপুর টাউনহল মার্কেটে করিয়েছি। ৮ টাকা করে প্রতি কপি রেখেছে। ১৫. ভাই, Bsc/ব্যাচেলর করেছি, নিচের সারির বিশ্ববিদ্যালয় থেকে আমি কি জার্মানীতে চান্স পাবো? উত্তর: জ্বি পাবেন। শুধুমাত্র আপনার ভার্সিটি জার্মান স্বীকৃত হলেই হবে। ১৬. ভাই, আমি ডিপ্লামা করে Bsc করেছি+আমার সেমিষ্টার ১০ টা+ আমি নাইট শিফটে পড়েছি, আমি কি জার্মানীতে আবেদন করতে পারবো? উত্তরঃ জ্বি ভাই পারবেন। কোন সমস্যা নাই। ১৭. ভাই, সিজিপিএ কত লাগে? উত্তর: ব্যাচেলরের সিজিপিএ ৩.৫ থাকলে সবচেয়ে ভাল। ৩.০ থাকলেও হবে। তবে ২.৬৮ পেয়েও জার্মানীতে আসার নজির আছে। সুতরাং কোন কিছুই অসম্ভব না। ১৮. ভাই জার্মানীতে যেতে কত টাকা লাগে? উত্তর: মোটামুটি ১৩ লাখ টাকা লাগে। ১৯. কিভাবে ১৩ লাখ টাকা লাগে? উত্তর: ব্লক একাউন্ট ১০.৫ লাখ, প্লেন ভাড়া ৫০ হাজার অনান্য খরচ ২ লাখ+-। ২০. ভাই, ব্লক একাউন্ট কি? উত্তর: জার্মানীতে আপনার নিজের নামে ১০৫৩২ ইউরো ১ বছরের জন্য জমা করতে হয়। জার্মানীতে যাওয়ার পরে আপনি পুরো টাকাটা ১২ কিস্তিতে ফেরত পাবেন। অনান্য দেশের দেশে যেমন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, জার্মানীতে ব্যাংক স্টেটমেন্টের পরিবর্তে ব্লক একাউন্ট করতে হয়। ব্লক একাউন্ট সোনালী, সিটি, ইস্টার্ন, ঐছাড়া অনান্য ব্যাংকে করতে পারবেন। ব্লক একাউন্ট কি, কেন? কিভাবে করবেন, এর বিস্তারিত ইউটুব থেকে দেখে নিবেন। ২১. ভাই, নিজেনিজে আবেদন করবো কিভাবে? উত্তর: প্রথমে, গ্রুপের ফাইল সেকশনের সবগুলো ফাইল পড়ে নিন, অনেকই হেল্প চেয়ে পোস্ট করেন, তাদের কমেন্টে পড়ুন, সব প্রশ্নের সমাধান এবং গাইডলাইন দুইটাই পাবেন। তারপরও যদি কিছু না বোঝেন, গ্রুপে হেল্প পোস্ট দিন। ২২. ভাই, জার্মানীতে বিশ্ববিদ্যালয়ে কখন আবেদন করতে হয়? উত্তর:- আপনি বছরে ২ টা সেশনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে ডেডলাইন আলাদা হতে পারে তবে, ১. উইন্টার( জানুয়ারি ১৫-জুলাই ১৫) ২. সামার ( ১লা অক্টবার-ডিসেম্বর ১৫) ২৩. ভাই, কখন আবেদন করলে ভাল হবে? উত্তর: উইন্টারে সবচেয়ে বেশী কোর্স অফার করে জার্মানীতে। তাই উইন্টারে আবেদন করাটাই বুদ্ধিমানের কাজ। সাধারনত প্রতিটা ভার্সিটির আবেদনের ডেডলাইন এক এক রকমের থাকে, তাই প্রতিটা কোর্সের ওয়েব সাইটে নিজে নিজে খুজে বের করে রাখুন। আপনার কোন সময়ে আবেদন করতে হবে। কোর্স সার্চ করতে, Daad de international Program লিখে গুগল করুন। এরপর সার্চ করে আপনার কোর্স সিলেক্ট করুন। ২৪. ভাই জার্মানীতে টিউশন ফি আছে? উত্তর: না ভাই, নাই। তবে ১ টা স্টেট, বার্ডেন বুডেনবার্গে আছে, সেটা প্রতি সেমিষ্টারে ১৫০০ ইউরোর মতো। এছাড়া সারা জার্মানীতে অনান্য সকল স্টেটে, সকল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফ্রি। তবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিষ্টারে সেমিষ্টার কনট্রিবউশন ১০০-৩০০ ইউরো লাগে। এতে করে ঐ স্টেটের সকল পাবলিক পরিবহণে টিকেট ফ্রি। ২৫. জার্মানীতে স্কলারশিপ আছে? উত্তর: হ্যা আছে। DAAD স্কলারশিপ। ২৬. আবেদন করতে কি যোগ্যতা লাগে? উত্তর: ব্যাচেলর শেষে, কমপক্ষে ০২ বছর চাকরির অভিজ্ঞতা লাগে। এবং IELTS 6.5 লাগে। ২৭.DAAD স্কলারশিপ পেলে কি কি সুবিধা? উত্তর: ব্লক একাউন্ট লাগব না। মাসে ৮৫০ ইউরো পাবেন। এবং এম্বাসিতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত এপায়নমেন্ট পাবেন। DAAD স্কলারশিপ মানে হট কেক। পেলে লাইফ ফুরফুরে হয়ে যাবে। তাই চেষ্টা করতে ক্ষতি কি! ২৮. ভাই জার্মানীতে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে দেশে পাঠিয়ে দেয়? উত্তর: না। আপনি চাকরি খুজতে ২ বছরের জব সার্সিং ভিসা পাবেন। ২৯. ভাই, জার্মানীতে নাগরিকত্ব পাওয়া যায়? উত্তর: জ্বি ভাই। জার্মানীতে নাগরিকত্ব পাওয়া যায়। সাধারনত নাগরিকত্ব পেতে ক্যাটাগরি ভেদে, ২ থেকে ৮ বছর লাগে। ৩০. ভাই, আপনাকে ইনবক্স করবো? উত্তর: হ্যা করতে পারেন। তবে আপনার কিছু জানার থাকলে অবশ্যই বাংলায় টাইপ করে, পয়েন্ট আকারে একবারে সব প্রশ্ন লিখুন। এছাড়া রিপ্লে পাবেন না। কারন মুরাদ টাকলা মার্কা বাংলিস আমি পড়তে পারি না। সবশেষে একটা কথাই বলবো, জার্মানীতে উচ্চশিক্ষা কঠিন কিছুই না। ধৈর্য্য ধরতে হবে। মনোবল বাড়াতে হবে এবং লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে থাকুন। কোন অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। ইনশাল্লাহ আপনি অবশ্যই পারবেন। আপনার জন্যই জার্মানী। ইনশাল্লাহ দ্রুতই আপনার সাথে আমার জার্মানীতে দেখা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন। আসসালামুআলাইকুম। Regards, Mollah Mohammad Tamal M.Sc in Tropical Hydrogeoloy & Environmental Engineering. Technical University of Dramstadt Dramstadt, Germany.
Read more ...

Wednesday, February 9, 2022

জার্মানিতে যতো স্কলারশিপ আছে তার সম্পূর্ণ ডাটাবেইজ

১। DAAD https://bit.ly/3tI6B4p 

২। Erasmus Mundus https://bit.ly/3cP7lOm 

৩। SBB scholarship http://bit.ly/2Glpcw3 

৪। Friedrich Ebert Stiftung https://www.freiheit.org/stipendien 

৫। Heinrich Böll Stiftung https://www.boell.de/en 

৬। Konrad Adenauer Stiftung (KAS) https://www.kas.de/home 

৭। Goethe Goes Global http://bit.ly/2vbOCXL 

৮। Helmut-Schmidt-Programme (PPGG) http://bit.ly/2ZgUfBM 

৯। Green Talents https://www.greentalents.de/ 

১০। Partnership Scholarship http://bit.ly/2UE4WzI 

১১। DAAD contact grants https://uol.de/en/daad-doctoral-grant/ 

১২। Uni-Bochum International Fellowship http://bit.ly/2VPyxCN 

১৩। IMPRS-IEM https://www.ie-freiburg.mpg.de/IMPRS-PhD-Program 

১৪। MPIA Fellowship https://www.mpg.de/stellenboerse 

১৫। Hans-Böckler-Stiftung https://www.boeckler.de/36912.htm 

১৬। Stiftung der Deutschen Wirtschaft অথবা Studienförderwerk Klaus Murmann ফাউন্ডেশন https://www.sdw.org/ 

১৭। Mawista Scholarship https://www.mawista.com/en/scholarship/ 

১৮। Hanns-Seidel-Stiftung https://www.hss.de/en/ 

১৯। Rosa Luxemburg Stiftung https://www.rosalux.de/en/ 

২০। Villigst Evangelical Foundation https://www.evstudienwerk.de/ 

২১। Studienstiftung https://www.studienstiftung.de/en/ 

২২। Mystipendium https://www.mystipendium.de/ 

২৩। Entschleunigungs-Stipendium https://www.aifs.de/service/english.html 

২৪। Deutschlandstipendium https://www.deutschlandstipendium.de/index.html 

২৫। Deutschen Bundesstiftung Umwelt https://www.dbu.de/2821.html 

২৬। Cusanuswerk http://bit.ly/2UEN8Vj 

২৭। Friedrich Naumann Stiftung https://www.freiheit.org/auslaendische-studierende 

২৮। Avicenna Foundation scholarship https://www.avicenna-studienwerk.de/ 

২৯। Ernst Ludwig Ehrlich Foundation 

https://eles-studienwerk.de/foerderung/studierendenfoerderung/


৩০। SBW Berlin Scholarship https://sbw.berlin/en/sbw-berlin-scholarship/ 

৩১। AIESEC: Global Talent Programme https://www.aiesec.de/praktika 

৩২। Alexander von Humboldt-Foundation স্কলারশিপ https://tinyurl.com/u9fs7wt 

৩৩। The Baden-Wüttenberg-Stipendium for University Students https://tinyurl.com/s9ufz2g 

৩৪। Bayer Science & Education Foundation স্কলারশিপ https://tinyurl.com/regf527

৩৫। Stiftung der Deutschen Wirtschaft স্কলারশিপ https://www.sdw.org/ 

৩৬। State of Bavaria: Max Weber স্কলারশিপ https://tinyurl.com/unjkrq5 

৩৭। Evonik Foundation Scholarship https://tinyurl.com/wnokuky 

৩৮। Gerda Henkel Foundation: Doctoral Scholarships https://tinyurl.com/rsjvkvq 

৩৯। Boehringer Ingelheim Fonds: Travel Grants https://tinyurl.com/vgs9rkj 

৪০। KAAD Scholarship https://www.kaad.de/en/stipendien/stipendienprogramm-s1/ 

৪১। Studienstiftung des Deutschen Volkes https://www.studienstiftung.de 

৪২। Bertha-von-Suttner-Studienwerk লিঙ্ক https://suttner-studienwerk.de/stipendien 

৪৩। Stiftung Begabtenförderungswerk berufliche Bildung লিঙ্ক www.begabtenfoerderung.de/

৪৪। Bavarian Elite Academy Foundation www.eliteakademie.de 

৪৫। Eva Schleip-Stiftung স্কলারশিপের জন্য যে জার্মান ইউনিতে এডমিশন হবে সেখানকার ইন্টারন্যাশনাল অফি্স দিয়ে যোগাযোগ করতে হবে। 

৪৬। Oskar Karl Forster scholarship স্কলারশিপের জন্য যে জার্মান ইউনিতে এডমিশন হবে সেখানকার ইন্টারন্যাশনাল অফি্স দিয়ে যোগাযোগ করতে হবে। 

৪৭। Studienkolleg Stiftung der Deutschen Wirtschaft (sdw) 

https://www.sdw.org/das-bieten-wir/fuer-studierende/studienkolleg/programm.html


৪৮। FundaMINT স্কলারশিপ www.telekom-stiftung.de/fundamint 

৪৯। Scholarships for excellent young female researchers (post-habilitation) 

www.frauenbeauftragte.uni-erlangen.de 


৫০। Bayerisches Eliteförderungsgesetz (BayEFG - Bavarian Elite Aid Act) https://www.elitenetzwerk.bayern.de/en/home 


Credit: Nur Mohammad (Bangladeshi Expat & Student Society in Germany)

Read more ...

Tuesday, November 23, 2021

জার্মানী যেতে কি কি ডকুমেন্টস লাগে।

 আমরা সবাই জার্মানী যেতে চাই, কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে যে জার্মানী যেতে কি কি ডকুমেন্টস লাগে। যেসব ডকুমেন্টস বা কাগজপত্র লাগে তার একটা লিস্ট নিচে দিলাম। যাদের প্রয়োজন দেখে নিবেন।

ধন্যবাদ।
**1. *SSC Certificate + Transcript***
**2. *HSC Certificate + Transcript***
**3. *Honors Certificate + Transcript***
**4. *Honors Course Outline*** (আপনি কি কি কোর্স কমপ্লিট করেছেন, তার ক্রেডিটসহ লিস্ট)
**5. *Internship/Work Experience*** (থাকলে ভালো, না থাকলে কোন সমস্যা নেই কারণ এটা খুব কম ভার্সিটিতেই চায়)
**6. *Letter of Motivation (LOM) / Statement of Purpose (SOP)*** ( সম্পূর্ণ নিজে লিখবেন, কারোরটা থেকে সাহায্য নিতে পারেন, কিন্তু কোন কপি নাহ, তাহলে আর জার্মানী আসা হবেনা, তাতে কি কি থাকবে তার একটা ফরমাট এর লিঙ্ক নিচে দিলাম)

***LOM Req:
https://drive.google.com/file/d/1WACBLF3T7htxxlvW3fxxVLsNSoxudhjj/view

**7.* Curriculum Vitae (CV with Tabular Format)*** (CV এর ও একটা ফরমাট এর লিঙ্ক নিচে দিয়ে দিলাম) https://drive.google.com/file/d/1i5fqJ1pOshd2bwMRIdP6Utc6E5Gylfja/view
**8.* Extra Curricular Certificates (if any)*** (যদি থাকে, না থাকলে আরো ভালো, ঝামেলা কম)
**9.* IELTS Certificate*** (সাইন্স বা ইঞ্জিনিয়ারিং এর জন্য সর্বনিম্ন ৫.৫ হইলেও হয় কোন কোন ভার্সিটিতে, কিন্তু ৬.৫ থাকাটা সেফ জোন, ৫.৫ দিয়ে অনেক অফার লেটার পাইতে দেখছি এবং ভিসাও, কিন্তু সব সময় ভাগ্য আপনার পক্ষে নাও থাকতে পারে। MBA এর জন্য ৬.৫+ অবশ্যই।)
**10.* MOI (Medium of Instruction)*** (মিডিয়াম অফ ইন্সট্রাকশন অর্থাৎ আপনার অনার্স এর লেখাপড়ার মাধ্যম যে ইংলিশ ছিল তার সার্টিফিকেট। তবে আপনাকে ভিসা ইন্টারভিউ এর জন্য IELTS দিতেই হবে এবং B2 লেভেল পাইতে হবে (৫.৫-৬.৫)। ভার্সিটি MOI এলাও করলেও, এম্ব্যাসি করবেনা।)
**11.* German Language Certificate (if any)*** ( পার্ট টাইম জব, চলতে ফিরতে, কেনা-কাটা, সরকারি অফিসে সব জায়গায় জার্মান লাগবে। পারলে দেশ থেকে শিখে আসবেন, কারণ এখানে আসার পর লেখাপড়া আর রান্নার চাপে সময় পাবেন না। আর হ্যা ভার্সিটি থেকে আপনাকে C2 লেভেল পর্যন্ত ফ্রি শিখাবে, চিন্তার কোন কারণ নেই, এখানে এসে ভাষা শিখতে অনেক টাকা লাগবে, এই ধারণা থেকে বের হয়ে আসেন।)
***বিঃ দ্রঃ বিভিন্ন ভার্সিটির রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম, DAAD ( [www.daad.de/en/](http://www.daad.de/en/) ) থেকে পছন্দের সাবজেক্ট এবং ভার্সিটির লিঙ্ক খুজে ওখানে গিয়ে বিস্তারিত দেখবেন।***
©Adiluzzaman Adil
Read more ...